বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিকাশে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মঠবাড়িয়ার গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালায় বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রী অংশ নেন।
পবিত্র কুরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী ভূষণ রায়ের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক উপানন্দ বিশ্বাস, সহকারি শিক্ষক মো. ইসহাক, সহকারি শিক্ষিকা ইসরাত জাহান রশনী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাধার সম্পাদক দেবাশীষ চৌধুরি, শুভসংঘ মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক কবি মেহেদী হাসান, সদস্য শিবাজি মজুমদার, দশম শ্রেণির ছাত্রী ইশরাত আলম ও কালের কণ্ঠের পিরোজপুরের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার প্রমূখ।
কর্মশালা শেষে বিদ্যালয় আঙিনায় একটি পলাশ ফুল গাছের চারা রোপণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী ভূষণ রায় বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিকাশে এমন গুরুত্বপূর্ণ আয়োজনে বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই। এ কর্মসূচি শিক্ষার্থীদের মানসিক বিকাশে বিশেষ প্রভাব ফেলেছে। এতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক হবে। তারা পরিবার, সমাজে নিজেকে আচরণগত পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল হয়ে উঠবে।
বিডি প্রতিদিন/নাজমুল