শিরোনাম
- ১৮তলা থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেল ৩ বছরের শিশু!
- আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- কিয়েভে আবারও ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ৩১
- ৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম
- গাজায় গণহত্যার নিন্দা জানালেন ইসরায়েলি লেখক গ্রসম্যান
- যে কারণে ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ
- রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
- গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- গাজায় ইসরায়েলের হামলায় মার্কিন নাগরিক নিহত
- শুল্ক হ্রাসে আত্মতুষ্টি নয়, বাণিজ্য কৌশল বদল জরুরি
- একাত্তরে শ্রেণিমুক্তির মীমাংসা ঘটেনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২ আগস্ট)
- ২৪-এর গণঅভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেছিল : নবীউল্লাহ নবী
- আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে : হাবিব উন নবী
- রাজধানীতে মুখোশ পরে এসে প্রকাশ্যে মাথায় গুলি
- পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস
- খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
- সাইমের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে এগিয়ে পাকিস্তান
- সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি
- মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করলো হাইকমিশন
সিলেটে ১৬ দিনে চার কিশোর নিখোঁজ, একজনকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
অনলাইন ভার্সন

সিলেটে ১৬ দিনের মধ্যে নিখোঁজ চার কিশোরের মধ্যে একজনকে উদ্ধার করেছে পুলিশ। বাকি ৩ জন এখনো নিখোঁজ রয়েছে। তাদেরকে উদ্ধারে কাজ করছে পুলিশ। নিখোঁজ চারজনের মধ্যে দুইজন মাদ্রাসা, একজন স্কুল ও একজন কলেজছাত্র। হঠাৎ করে কিশোরদের ঘরছাড়ার প্রবণতায় অভিভাবকমহলে উদ্বেগ দেখা দিয়েছে।
নিখোঁজ কিশোরদের মধ্যে গতকাল মঙ্গলবার রাতে সিলেট নগরীর হুমায়ূন রশিদ চত্বর এলাকা থেকে মো. মাহফুজ রিফাত (১৬) নামের এক কিশোরকে উদ্ধার করে জেলা পুলিশ। সে জকিগঞ্জ থানার উত্তর মনসুরপুর গ্রামের হাফেজ আবদুল বাছিতের ছেলে। সে গোলাপগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ালেখা করতো। গত ৪ অক্টোবর বাড়ি থেকে গোলাপগঞ্জের মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্য রওয়ানা হয় রিফাত। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, গত ৪ অক্টোবর থেকে কিশোর মাহফুজ রিফাত নিখোঁজ ছিল। এ ঘটনায় গত ৯ অক্টোবর তার বাবা জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর জকিগঞ্জ থানাপুলিশ তৎপরতা চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে সিলেট নগরীর হুমায়ূন রশিদ চত্বর এলাকা থেকে তাকে উদ্ধার করে। বুধবার তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গত ১৯ সেপ্টেম্বর সিলেট মহানগরীর শাহপরাণ রুস্তুমপুর এলাকা থেকে জালিজ মাহমুদ সিয়াম (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়। সে বরিশালের উজিরপুর গাজীরপাড়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। সিয়াম সিলেটের রুস্তুমপুর এলাকায় মামা সোহাগ হাওলাদারের বাসায় থাকতো। সে স্থানীয় জহিরিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় সিয়াম বাসা থেকে বের হয়ে আর ফিরেনি বলে জানিয়েছেন তার মামা সোহাগ হাওলাদার। এ ঘটনায় পরদিন ২০ সেপ্টেম্বর শাহপরাণ থানায় জিডি করেন সোহাগ।
শাহপরাণ থানার ওসি আবুল খায়ের জানান, নিখোঁজ স্কুলছাত্র জালিজ মাহমুদের সন্ধানে পুলিশ কাজ করছে।
গত ২৬ সেপ্টেম্বর গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল জামকান্দি গ্রামের হানিফ আলীর ছেলে মো. উসমান আহমদ (১৩) নিখোঁজ হয়। সে স্থানীয় জামকান্দি নুরুল উলুম মাদানি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। নিখোঁজের ঘটনায় হানিফ আলী গোয়াইনঘাট থানায় ২৮ সেপ্টেম্বর সাধারণ ডায়েরি করেন।
হানিফ আলী জানান, নিখোঁজের দিন উসমান সকাল ১০টায় বাড়ি থেকে বের হলেও মাদ্রাসায় যায়নি। এরপর থেকে ছেলেকে কোথাও খুঁজে পাননি।
গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, নিখোঁজ কিশোরের সন্ধানে সম্ভাব্য কয়েকটি স্থানে পুলিশ খোঁজ নিয়েছে কিন্তু তাকে পাওয়া যায়নি।
সর্বশেষ গত ৯ অক্টোবর সিলেটের মোগলাবাজার থানাধীন শেখপাড়ার কলেজছাত্র মো. ইয়াসিন হামিম (১৮) নিখোঁজ হয়। রাত ৯টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী আসার উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর ফিরেনি। এ ঘটনায় ১১ অক্টোবর মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত
এই বিভাগের আরও খবর