১৬ জানুয়ারি, ২০২২ ১২:৪৭
বাঁশখালীতে ভোট বর্জনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর

ভোট জালিয়াতির অভিযোগে প্রিজাইডিং অফিসার বললেন, ‘ঠিক আছে, আর দিবে না’

অনলাইন ডেস্ক

ভোট জালিয়াতির অভিযোগে প্রিজাইডিং অফিসার বললেন, ‘ঠিক আছে, আর দিবে না’

কামরুল ইসলাম হোসইনী (ফোন হাতে)

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসইনী। নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে সরে দাঁড়িয়েছেন মোবাইল প্রতীকের এ মেয়র প্রার্থী।

কামরুল ইসলাম হোসইনী জানান, ‘কেন্দ্র দখলে নিয়ে ভোট দিচ্ছে নৌকা প্রার্থীর অনুসারীরা। সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। সবগুলো কেন্দ্রে কাউন্সিলর পদে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হলেও মেয়র পদে কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে আমার এজেন্টরা প্রতিবাদ করলে তাদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেয়।’  

তিনি আরও বলেন, বাঁশখালী আদর্শ বিদ্যালয় কেন্দ্রে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সামনেই ভোট প্রদান করলেও নিরব ভূমিকা পালন করছে প্রশাসন। এ নিয়ে প্রতিবাদ করলে এ প্রিজাইডিং অফিসার আমাকে বলছেন, ‘আচ্ছা ঠিক আছে, আর দিবে না। ’ 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর