মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

পাটপণ্যে নজর সবার

নিজস্ব প্রতিবেদক

পাটপণ্যে নজর সবার

এবার বাণিজ্যমেলায় পাটজাত পণ্যে নজর পড়েছে সব ধরনের ক্রেতা-দর্শনার্থীর। পাটের নিত্য-নতুন ডিজাইনের মনোমুগ্ধকর পণ্য মন জয় করেছে সবার। মেলায় বিভিন্ন পাটজাত পণ্যের প্যাভিলিয়ন ও স্টলের বিক্রয় কর্মীরা গতকাল জানিয়েছেন, দিন যতই যাচ্ছে, বিক্রি ততই বাড়ছে। আর ক্রেতারা জানিয়েছেন, পাট পণ্য দেশের ঐতিহ্য। একে ধরে রাখার দায়িত্ব সবার।

রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ)- ২০১৬ এই আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত। মেলায় জনপ্রতি প্রবেশ টিকিটের মূল্য ৩০ টাকা। শিশুদের জন্য প্রবেশ টিকিটের মূল্য ২০ টাকা। যেসব শিশুর বয়স দুই বছরের কম, তাদের জন্য কোনো প্রবেশ টিকিটের প্রয়োজন হবে না। গতকাল মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, পাট ও পাটজাতপণ্যের স্টলগুলোর প্যাভিলিয়নে পাটের তৈরি ব্যাগ, পার্স, স্যান্ডেল, ফটোফ্রেম, এমন বিচিত্র পণ্যের প্রতি বেশি আগ্রহ ক্রেতাদের। বিক্রেতারা বললেন, দেশের বাইরেও পাটজাত পণ্য রপ্তানির ভালো অর্ডার পাচ্ছেন তারা।  মেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন জুট ডাইভারসিফিকেশন প্রমোশনের প্যাভিলিয়নে দেখা যায় ৩০টি স্টলে বিচিত্র সব পণ্য দেখছেন ক্রেতা-দর্শনার্থীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর