মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

১২ দিন পর আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে ১২ দিনের মাথায় আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি ভরিতে দাম বাড়ানো হয় এক হাজার ১৬৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃপক্ষ গত রাতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে আজ থেকে ২২ ক্যারেটে প্রতি ভরি সোনা বিক্রি হবে ৫৪ হাজার ৫১০ টাকায়। এর আগে ছিল ৫৩ হাজার ৩৪৪ টাকা। আর ২১ ক্যারেট সোনার ভরি ৫২ হাজার ১৭৮ টাকা। আগে ছিল ৫১ হাজার ১২ টাকা। আর ১৮ ক্যারেট সোনার দাম ৪৭ হাজার ১৬৪ টাকা। আগে ছিল ৪৫ হাজার ৯৯৮ টাকা। এবার সনাতন পদ্ধতির সোনারও দাম বেড়ে প্রতি ভরি করা হয়েছে ২৭ হাজার ৯৮৪ টাকা। এর আগে ছিল ২৬ হাজার ৮১৮ টাকা। বাজুস নেতারা জানান, ‘আন্তর্জাতিক বাজারে বর্তমানে সোনার মূল্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এ ছাড়াও দেশীয় বুলিয়ন মার্কেটে দাম বাড়ায় বাজুস নেতারা সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর