ক্যাসিনোকান্ডে গ্রেফতার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন সম্রাটের বুকে গতকাল হঠাৎ ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে দ্রুত করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অধ্যাপক আলী আহসান, অধ্যাপক সজল কৃষ্ণ ব্যানার্জি, অধ্যাপক মোশকাত আহমেদ, অধ্যাপক এম এ মুকিত, ডা. জাহানারা আরজুর সমন্বয়ে একটি বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্য একজন চিকিৎসক জানান, সকালে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যায় সম্রাটের। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে অবস্থা স্থিতিশীল রয়েছে।
সম্রাটের পারিবারিক সূত্র জানায়, সম্রাট ওপেন হার্ট সার্জারি করেছেন। দ্রুত তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া প্রয়োজন। ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে গত বছরের ৬ অক্টোবর কুমিল্লা থেকে গ্রেফতার হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।