শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সপ্তাহের শেষ দিনে সূচকের বড় পতন কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

টানা তিন দিন বড় উত্থানের পর দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের পতনের পাশাপাশি লেনদেন কমেছে। চলতি সপ্তাহের পাঁচদিনের তিনদিনে কমেছে ২৬৪ পয়েন্ট, দুইদিনে বেড়েছে ২৫৮ পয়েন্ট। সপ্তাহের শেষ দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮২ পয়েন্ট কমে ৫ হাজার ২৫৪ পয়েন্টে নেমে যায়। বাজারটিতে দিনভর লেনদেনে অংশ  নেওয়া মাত্র ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ২৬৪টির। আর ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। মূল্যসূচকের পতনের সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৮৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৮২ কোটি ৫২ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি  লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার।  কোম্পানিটির ৩৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা কমে ৭২ টাকা ৭০ পয়সা হয়েছে।

দ্বিতীয় স্থানে রবি আজিয়াটা ২৯ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ২০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসেফিক ইনস্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২০৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দাম  বেড়েছে। দাম কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

সর্বশেষ খবর