সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

ছাত্র অধিকার পরিষদের কারাবন্দী নেতাদের পরীক্ষায় সুযোগদানের দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কারাবন্দী তিন নেতাকে তাদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগদানের বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ জানিয়েছেন অভিভাবকরা। এ বিষয়ে উপাচার্যকে একটি স্মারকলিপিও দিয়েছেন তারা।

মুজিব শতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে বিভিন্ন আন্দোলনে যুক্ত থাকার জেরে চলতি বছরের এপ্রিল মাসে গ্রেফতার হন ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বর্তমান সভাপতি আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক আকরাম হোসেন। তাদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার দাবিতে গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তাদের অভিভাবকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর