অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্রে বন্দী চট্টগ্রামের চান্দগাঁওর আঞ্চলিক পাসপোর্ট অফিস। পাসপোর্ট আবেদনকারীদের পদে পদে হয়রানি ও ভোগান্তি নিত্য চিত্র। এমনকি দালাল ছাড়া পাসপোর্ট আবেদন করতে গেলে দুর্ব্যবহার ও মানসিক হয়রানির শিকার হন আবেদনকারীরা। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মাসুম হাসান বলেন, ‘পাসপোর্ট অফিসের অভ্যন্তরে দালালের কোনো কার্যক্রম নেই। অফিসের বাইরে কী হয় তা জানা নেই।’ দুর্ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগে এমন ঘটনা ঘটেছে। পরে তা মীমাংসা করা হয়েছে।’ আঞ্চলিক পাসপোর্ট অফিসের হয়রানি ও ভোগান্তির কথা স্বীকার করেছেন পাসপোর্টের এক ঊধ্বর্তন কর্মকর্তা। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস নিয়ে প্রতিনিয়তই আমরা অভিযোগ পাই। এরই মধ্যে কয়েকটি ঘটনা তদন্ত করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ জানা যায়, চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে গড়ে উঠেছে দালাল চক্রের শক্তিশালী সিন্ডিকেট। এ চক্রে পাসপোর্ট অফিসের শীর্ষ দুই কর্মকর্তা ছাড়াও রয়েছেন উচ্চমান সহকারী কামরুল হাসান, আবু সায়েদ, অফিস সহকারী বিশ্বজিৎ, দিপঙ্করসহ কয়েকজন। তাদের সহযোগী হিসেবে রয়েছেন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কয়েকজন আনসার ও নাইট গার্ড। এদের পাসপোর্টপ্রতি আবেদনকারীকে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত দেড় থেকে ২ হাজার টাকা দিতে হয়। গত ছয় মাসে পাসপোর্ট করাতে গিয়ে কর্মকর্তাদের দুর্ব্যবহার ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা, চট্টগ্রাম মেডিকেল কলেজের দুই অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক অন্যতম। পাসপোর্ট করাতে গিয়ে মানসিক হয়রানির শিকার চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের এক অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দুই মাস আগে পাসপোর্ট আবেদন নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাই। এ সময় ওই অফিসের কর্মকর্তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করে। তাদের হাতে চরম অপদস্ত হওয়ার পর এ বিষয়ে পাসপোর্টের ঊধ্বর্তন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছি।’
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া