অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্রে বন্দী চট্টগ্রামের চান্দগাঁওর আঞ্চলিক পাসপোর্ট অফিস। পাসপোর্ট আবেদনকারীদের পদে পদে হয়রানি ও ভোগান্তি নিত্য চিত্র। এমনকি দালাল ছাড়া পাসপোর্ট আবেদন করতে গেলে দুর্ব্যবহার ও মানসিক হয়রানির শিকার হন আবেদনকারীরা। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মাসুম হাসান বলেন, ‘পাসপোর্ট অফিসের অভ্যন্তরে দালালের কোনো কার্যক্রম নেই। অফিসের বাইরে কী হয় তা জানা নেই।’ দুর্ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগে এমন ঘটনা ঘটেছে। পরে তা মীমাংসা করা হয়েছে।’ আঞ্চলিক পাসপোর্ট অফিসের হয়রানি ও ভোগান্তির কথা স্বীকার করেছেন পাসপোর্টের এক ঊধ্বর্তন কর্মকর্তা। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস নিয়ে প্রতিনিয়তই আমরা অভিযোগ পাই। এরই মধ্যে কয়েকটি ঘটনা তদন্ত করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ জানা যায়, চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে গড়ে উঠেছে দালাল চক্রের শক্তিশালী সিন্ডিকেট। এ চক্রে পাসপোর্ট অফিসের শীর্ষ দুই কর্মকর্তা ছাড়াও রয়েছেন উচ্চমান সহকারী কামরুল হাসান, আবু সায়েদ, অফিস সহকারী বিশ্বজিৎ, দিপঙ্করসহ কয়েকজন। তাদের সহযোগী হিসেবে রয়েছেন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কয়েকজন আনসার ও নাইট গার্ড। এদের পাসপোর্টপ্রতি আবেদনকারীকে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত দেড় থেকে ২ হাজার টাকা দিতে হয়। গত ছয় মাসে পাসপোর্ট করাতে গিয়ে কর্মকর্তাদের দুর্ব্যবহার ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা, চট্টগ্রাম মেডিকেল কলেজের দুই অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক অন্যতম। পাসপোর্ট করাতে গিয়ে মানসিক হয়রানির শিকার চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের এক অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দুই মাস আগে পাসপোর্ট আবেদন নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাই। এ সময় ওই অফিসের কর্মকর্তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করে। তাদের হাতে চরম অপদস্ত হওয়ার পর এ বিষয়ে পাসপোর্টের ঊধ্বর্তন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছি।’
শিরোনাম
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
হয়রানির শেষ নেই চট্টগ্রাম পাসপোর্ট অফিসে
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর