বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জিয়ার লাশ পাওয়া যায়নি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জিয়ার লাশ পাওয়া যায়নি

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ থাকার প্রমাণ হিসেবে বিএনপিকে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই জিয়ার লাশ পাওয়া যায়নি। তার পরও যদি বলেন তাহলে ডিএনএ টেস্ট করেন।’ গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত ‘১৫ আগস্ট : ইতিহাসের নির্মম হত্যাকান্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এতে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ সালেহ, ভাস্কর রাশা প্রমুখ। মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আল মামুন।

শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘যে মানুষ স্বাধীনতার তিন বছর পর জয় বাংলা স্লোগানকে দেশান্তর করতে পারে, রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানাতে পারে সে তিন বছর আগে মুক্তিযোদ্ধা ছিল এটা কোনো যুক্তিতেই মানা যায় না। জিয়া পাকিস্তানের চর হিসেবে কাজ করেছে।’

পঁচাত্তরের ঘটনার ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়ে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা হোক।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর