শনিবার, ২২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

গ্যাসের দাম না বাড়ানোর দাবি ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের দাম না বাড়িয়ে এ খাতের লুটপাট বন্ধ করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলনের জরুরি সভায় সভাপতির বক্তব্যে দলের সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, লুটপাট বন্ধ করলে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হবে না। দীর্ঘদিন করোনায় যখন সাধারণ মানুষ বিপর্যস্ত, মানুষ সাধারণভাবে জীবনযাপন করাই কঠিন হয়ে পড়েছে, এর মধ্যে তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে সবকিছুর দাম বেড়ে জনজীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে। এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব সাধারণ মানুষকে চরম বিপাকে ফেলবে। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ডা. শহিদুল ইসলাম, নুরুজ্জামান সরকার, নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, গাজী আলী হায়দার, মো. আবু তাহের, মো. ফজলুল হক মৃধা, এইচ এম মোস্তফা জামান ঢালী, আলহাজ ইসমাঈল হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর