বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
বাংলাদেশ খেলাফত মজলিস

জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ এবং সহনশীল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। গতকাল এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাগারে বন্দি আলেম-ওলামাকে মুক্তি দিতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী। কোনোভাবেই দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ব্যবসায়ীদের একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের সংকট তৈরি করছে।

সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। মাওলানা আ ন ম আবদুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক মুসা, মাওলানা ফজলুর রহমান, হাফেজ মীর মুরশিদ তুহিন, মাওলানা আবদুল কাদের, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা এজাজ আহমদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর