শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গরিব রোগীর পাশে বসুন্ধরা আই হসপিটাল

নিজস্ব প্রতিবেদক

গরিব-দুস্থ ৫২ রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করেছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। গতকাল প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে ডা. রুবিনা আক্তার এ অপারেশন করেন।

চাঁপাইনবাবগঞ্জের নবজাগরণের প্রতিবন্ধী অধিকার সংস্থার সহযোগিতায় এ কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে ১ ডিসেম্বর এ প্রতিষ্ঠানের সহযোগিতায় ৪৩ রোগীর চোখের ছানি     অপারেশন করা হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ব্যবস্থাপক (প্রশাসন ও কর্মী ব্যবস্থাপনা) আহসান হাবিব জানান, গরিব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ক্যাম্পের মাধ্যমে ১ হাজার ৭৫০ রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

সরেজমিন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দেখা যায়, অপারেশন করে একে একে বের করে আনা হচ্ছে রোগীদের। রোগীর সঙ্গে কোনো আত্মীয় নেই, হাসপাতালের স্টাফরাই তাদের দেখাশোনা করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর