খুলনা জেলা কারাগারে অভ্যন্তরে মারামারি ঘটনায় তিন হাজতিকে ঢাকা হাই সিকিউরিটি কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল পুলিশ পাহারায় প্রিজনভ্যানে তাদের তিনজনকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় আরও কয়েকজনকে ঢাকায় পাঠানো হবে। জানা যায়, মাদক সংক্রান্ত আধিপত্য দ্বন্দ্বে শনিবার জেলা কারাগারে কয়েদিদের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের কয়েকজন আহত হয়। কাশিমপুর কারাগারে নেওয়া আসামিরা হচ্ছে- সন্ত্রাসী গ্রেনেড বাবুর ভাই রাব্বি চৌধুরী, সাকিবুর রহমান জিতু ও কালা তুহিন। খুলনার জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান জানান, বাইরের ঘটনা কেন্দ্র করে কারাগারের ভেতরে সংঘর্ষ হয়েছে। যারা মারামারি করেছে তারা অধিকাংশই যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে এসেছে।
জানা যায়, কারাগারে অভ্যন্তরে বন্দিদের মধ্যে সন্ত্রাসী রুহান-পলাশ গ্রুপ ও গ্রেনেড বাবুর সহযোগী দুই গ্রুপের সংঘর্ষ হয়। গ্রেনেড বাবুর ভাই রাব্বি চৌধুরী, সহযোগী হিরন ও বিপরীতে রুহান-পলাশ গ্রুপে পলাশ, কালা লাবলু, সৈকত মইদুলসহ অন্যদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা লাঠিচার্জ করলে দুই গ্রুপ একত্র হয়ে কারারক্ষীদের ওপর হামলা করে। এতে একজন কারারক্ষী আহত হয়। সংঘর্ষে ৪০ থেকে ৪৫ জন কয়েদি অংশ নেয়।