বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে তিনজন নিহত অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ ও কুতুবদিয়ায় গতকাল র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী এবং একজন জলদস্যু বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব-৭ এর লে. মির্জা শাহেদ জানান, একটি ট্রাকে ইয়াবা পাচারের খবর পেয়ে ‌র‌্যাববের একটি দল মঙ্গলবার ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের কেরুনতলী নামক স্থানে ব্যারিকেট সৃষ্টি করে। ট্রাকটি ঘটনাস্থলে পৌছলে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দেন। তা অমান্য করে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ট্রাকে থাকা লোকজন। র‌্যাব পাল্টা গুলি করলে একপর্যায়ে ট্রাকটি থামে। এ সময় ট্রাকে তল্লাশি করে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন— আশিক জাহাঙ্গীর (৩২) ও আরিফ হোসেন (৩০)। আশিক ময়মনসিংহের কোতয়ালি এলাকার আব্দুল হাকিমের এবং আরিফ নারায়ণগঞ্জের আব্দুল বারেকের ছেলে। ঘটনাস্থলে এক লাখ ইয়াবা, দুটি অস্ত্র ও ৮ রাউন্ড গুলি পাওয়া গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এদিকে কুতুবদিয়ার আমজাখালী এলাকায় গতকাল ভোররাতে বন্দুকযুদ্ধে মারা গেছেন দিদারুল ইসলাম (৩২) নামে এক যুবক। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু ছিলেন বলে দাবি র্যাবের। ঘটনাস্থল থেকে ছয়টি বন্দুক, ২০ রাউন্ড গুলি ও গুলির নয়টি খোসা উদ্ধার করা হয়েছে। নিহত দিদারুল কুতুবদিয়ার লেমশীখালী এলাকার ইউসুফ নবীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, ধর্ষণসহ ১৩টি মামলা রয়েছে।

 

সর্বশেষ খবর