শেরপুরে বড়ভাই হাতেম আলীকে হত্যার দায়ে ছোটভাই ইয়াকুব আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির এ আদেশ দেন। রায়ে একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের বাসিন্দা। জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল মান্নান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ ইয়াকুব আলীর ধারালো দায়ের কোপে মারা যান হাতেম আলী।