চট্টগ্রাম নগরীর হালিশহর থেকে নাশকতার অভিযোগে গতকাল দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন- নগরীর সাগরিকা রোডের মোরশেদ (৩৫) ও হাজীপাড়া এলাকার ছাগির (৪৬)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তারা এলাকায় নাশকতা সৃষ্টির মূল পরিকল্পনাকারী চারটি অস্ত্র মামলাসহ ছয় মামলার আসামি। তারা নাশকতা করার পরিকল্পনা করেছিল।