শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভাসমান বেডে সবজি চাষ

লাকসাম প্রতিনিধি

ভাসমান বেডে সবজি চাষ

কুমিল্লার লাকসামে ভাসমান বেডে মসলা ও সবজি চাষের প্রতি উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় কৃষকরা। একজনের সাফল্যে অন্যরাও উৎসাহিত হয়ে ভাসমান বেডে মসলা ও সবজি চাষ শুরু করেছেন। তেমনই একজন সফল কৃষক লাকসাম পৌরসভার বাতাখালী গ্রামের মাকসুদুর রহমান। প্রান্তিক পর্যায়ের আদর্শ এই কৃষক প্রতিবছর বর্ষা মৌসুমেও ভাসমান বেডে লতা ও লতাবিহীন সবজি এবং মসলা চাষ করে আসছেন। চলতি বছরের বর্ষা মৌসুমে তিনি লাউ, মিষ্টি কুমড়া, মরিচ, আদা, লালশাক, পুঁইশাকসহ অনেক ধরনের সবজি ও মসলা আবাদ করেছেন। শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে যাওয়ায় বপনকৃত আদা উত্তোলন করেছেন। পাঁচটি বেডের মধ্যে শুধু একটি বেডে সীমিত পরিসরে এবার তিনি আদা চাষ করেছেন। উত্তোলন কালে তিনি দেখেন যে, আদার বাম্পার ফলন হয়েছে। একটি বেডে সামান্য অংশ থেকে তিনি এ পর্যন্ত প্রায় ৫০ কেজি আদা উত্তোলন করেছেন। তার এই সাফল্য দেখে অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন। খবর পেয়ে ইতোমধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমদ, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল আউয়াল ওই কৃষকের বেড পরিদর্শন করেন। কৃষক মাকসুদুর রহমান জানান, দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। ভাসমান বেডে মসলা ও সবজি চাষ করে বাম্পার ফলন পাচ্ছি। মসলা ও সবজি উৎপাদনের মাধ্যমে যে কারও ভাগ্যের পরিবর্তন হতে পারে। কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, উপজেলা কৃষি অফিস থেকে থেকে কৃষক মাকসুদুর রহমান সার্বিক সহযোগিতা এবং কারিগরি পরামর্শ পাচ্ছেন। বর্ষায় গলাপানিতে জমিগুলো পতিত হয়ে পড়ে। কিন্তু এই কৃষক ভাসমান বেডে সবজি ও মসলা চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। তার সাফল্যে অন্য কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন।

সারবিহীন হওয়ায় উৎপাদিত সবজি ও মসলা অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর