বগুড়ায় নকল কসমেটিকস এবং পারফিউম ভর্তি করে বিক্রয় ও বিপণনের অভিযোগে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা শহরের নারুলী বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া গতকাল দুপুরে এ অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযান পরিচালনা করেন। তিনি জানান, গোপন তথ্যে তারা জানতে পারেন শহরের নারুলী বাজার এলাকায় কলিন্স কসমেটিকস কারখানায় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস ও পারফিউমের খালি কৌটায় নিজস্ব তৈরি পণ্য ভরে বিক্রি ও বাজারে সরবরাহ করছে। এমন অভিযোগে কারখানাটিতে অভিযান পরিচালনা করে বিষয়টির সত্যতা পাওয়া যায়। কারখানা মালিক আবদুল মমিন কলিন্স অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।