গাইবান্ধার সাদুল্যাপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সকালে উপজেলার ধাপেরহাট বন্দরে গোবিন্দপুর (হিঙ্গারপাড়া) গ্রামবাসী আয়োজিত মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, অগ্নিসংযোগের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।