ফরিদপুরের পাঁচটি ইউনিয়নের অসহায় দরিদ্র ও নদী ভাঙন কবলিত মানুষের মাঝে চাল, ডাল, সেমাই, দুধ ও চিনি বিতরণ করা হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি (এফডিএ) নিজস্ব অর্থায়নে ১১শ পরিবারকে এ ঈদ সামগ্রী বিতরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোবাশ্বের হাসান। এফডিএ’র পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, এনজিও ব্যক্তিত্ব হাফিজুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান সোহেল প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক