রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত যুবক সুলতানগঞ্জ মেলাপাড়ার আশরাফুলের ছেলে সাকিব (১৭)।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাকিব ও আরমান সুলতানগঞ্জ মেলাপাড়া থেকে গোদাগাড়ী সদরে যাচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে মুখোমুখি চাপা দিয়ে টেনে হিঁচড়ে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে সাকিব মারা যায়। গুরুতর আহত আরমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) নৃত্যপদ দাস বলেন, বাসটি আটক করা হয়েছে। কিন্তু বাসের চালক ও হেলপার পলাতক আছে। নিহত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন