‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’-এই শ্লোগানকে সামনে রেখে শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকালে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। জেলা সমবায় অফিসার নেওয়াজ শরীফ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি এম. এ. এইচ. মাহবুব আলম।
এদিকে বিজয়নগরে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় কর্মকর্তা গোলাম মহিউদ্দিন এর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাহবুবুর রহমান, উপজেলা সেন্ট্রাল কো-অপারেটিভ এসোসিয়েশন লিমিটেডের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী। সভায় বক্তারা, জীবন মান উন্নয়নে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সমবায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। পরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫টি সমবায় সমিতির মাঝে সম্মননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল