কক্সবাজার, টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির হ্নীলা বাজারের দক্ষিণে সৈয়দ উল্লাহ মার্কেটের এস আলম কাউন্টারের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশের রাস্তার নিকট অভিযান পরিচালনা করে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উপস্থিত লোকজনের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে সর্বমোট তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফুলের ডেইল এলাকার মৃত নাসিমের ছেলে জসিম উদ্দিন (৪০) বলে জানা যায়। ধৃত ব্যক্তি নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিলেন বলে জানা যায়।বিডি প্রতিদিন/কালাম