মা রান্নাঘরে কাজ করছেন। এ ফাঁকে ফ্রিজের দরজা খুলে মিষ্টির প্যাকেটে হাত দিল শুভ। গতরাতে বাবা রসগোল্লা কিনে এনেছেন। মা বলেছেন, ‘যখন খেতে ইচ্ছে করবে আমাকে বলবে কিন্তু নিজে নিজে ফ্রিজ থেকে মিষ্টি বের করবে না।’ সে কথা মনে ছিল শুভর। তবু মায়ের কথা শুনল না সে। কারণ মাকে তো আর বলা যাবে না-‘মা, একটা রসগোল্লা দাও তো, পিপলুকে দেব।’ মা তখন হাজারটা প্রশ্ন করবে। পিপলুটা আবার কে? তোর বন্ধু? কোথায় থাকে? কোন ক্লাসে পড়ে...? অত প্রশ্নের উত্তর দিতে গেলে দিন পার হয়ে যাবে। মাকে ঘটনাটা বলা না হলেও বাবাকে সে পিপলুর কথা বলেছে। পিপলু হলো একটা লাল পিঁপড়া। বাসার বারান্দায় টবে কিছু গাছ লাগানো হয়েছে। ওখানেই কোনো একটা টবের নিচে সে থাকে। শুভ পিঁপড়াটির নাম রেখেছে পিপলু। প্রথম প্রথম পিপলু তাকে খুব ভয় পেত। ধরতে গেলেই কামড় দিত। এখন তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে। ঘরে খাবার বাচলে শুভ লুকিয়ে লুকিয়ে পিপলুকে নিয়ে দেয়। পিপলু চুপচাপ খায়। সেদিন মুড়িমাখা দিয়েছিল, পিপলু তো একটা মুড়ি নিয়েই দৌড়! বাবাকে পুরো ঘটনা বলল সে। বাবা শুনে বললেন, ‘পিপড়ারা তো মিষ্টি খুব পছন্দ করে। পিপলুর ফেভারিট খাবার কী, জানো?’ শুভ মাথা নাড়ল। সে জানে না। বাবা পরদিনই রসগোল্লা কিনে আনলেন। আজ সেই মিষ্টিটা নিয়েই শুভ গেল বারান্দায়। পিপলু মিষ্টির ঘ্রাণ পেয়েই টবের নিচ থেকে বের হয়ে এলো। ‘তোমার কি মিষ্টি পছন্দ?’, প্রশ্ন করল শুভ। পিপলু কোনো কথা না বলে মিষ্টি খেতে শুরু করল। কিছুক্ষণ পর বলল, ‘হ্যাঁ’। শুভ বলল, ‘আরও খাবে? ফ্রিজে আরও মিষ্টি আছে।’ পিপলু বলল, ‘না। বেশি মিষ্টি খাওয়া ভালো না।’ ওদের কথার মাঝেই শুভর মা বারান্দায় চলে এলেন। মিষ্টির প্যাকেট আনায়, ঘরের মেঝেতে মিষ্টির রস পড়েছে। মা কড়া গলায় বললেন, ‘মিষ্টির প্যাকেট বের করে ঘরদোর মাখিয়ে ফেলেছিস দেখি।’ মায়ের গলা শুনে পিপলু দৌড়ে টবের নিচে কোথায় যেন লুকিয়ে পড়ল। যেতে যেতে বলল, ‘আজ আমার জন্মদিন ছিল। এ দিনে মিষ্টি খাওয়ানোর জন্য ধন্যবাদ তোমাকে।’
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
গল্প
পিপলুর মিষ্টি খাওয়া
সাদমান আহনাফ
Not defined
প্রিন্ট ভার্সন
