মা রান্নাঘরে কাজ করছেন। এ ফাঁকে ফ্রিজের দরজা খুলে মিষ্টির প্যাকেটে হাত দিল শুভ। গতরাতে বাবা রসগোল্লা কিনে এনেছেন। মা বলেছেন, ‘যখন খেতে ইচ্ছে করবে আমাকে বলবে কিন্তু নিজে নিজে ফ্রিজ থেকে মিষ্টি বের করবে না।’ সে কথা মনে ছিল শুভর। তবু মায়ের কথা শুনল না সে। কারণ মাকে তো আর বলা যাবে না-‘মা, একটা রসগোল্লা দাও তো, পিপলুকে দেব।’ মা তখন হাজারটা প্রশ্ন করবে। পিপলুটা আবার কে? তোর বন্ধু? কোথায় থাকে? কোন ক্লাসে পড়ে...? অত প্রশ্নের উত্তর দিতে গেলে দিন পার হয়ে যাবে। মাকে ঘটনাটা বলা না হলেও বাবাকে সে পিপলুর কথা বলেছে। পিপলু হলো একটা লাল পিঁপড়া। বাসার বারান্দায় টবে কিছু গাছ লাগানো হয়েছে। ওখানেই কোনো একটা টবের নিচে সে থাকে। শুভ পিঁপড়াটির নাম রেখেছে পিপলু। প্রথম প্রথম পিপলু তাকে খুব ভয় পেত। ধরতে গেলেই কামড় দিত। এখন তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে। ঘরে খাবার বাচলে শুভ লুকিয়ে লুকিয়ে পিপলুকে নিয়ে দেয়। পিপলু চুপচাপ খায়। সেদিন মুড়িমাখা দিয়েছিল, পিপলু তো একটা মুড়ি নিয়েই দৌড়! বাবাকে পুরো ঘটনা বলল সে। বাবা শুনে বললেন, ‘পিপড়ারা তো মিষ্টি খুব পছন্দ করে। পিপলুর ফেভারিট খাবার কী, জানো?’ শুভ মাথা নাড়ল। সে জানে না। বাবা পরদিনই রসগোল্লা কিনে আনলেন। আজ সেই মিষ্টিটা নিয়েই শুভ গেল বারান্দায়। পিপলু মিষ্টির ঘ্রাণ পেয়েই টবের নিচ থেকে বের হয়ে এলো। ‘তোমার কি মিষ্টি পছন্দ?’, প্রশ্ন করল শুভ। পিপলু কোনো কথা না বলে মিষ্টি খেতে শুরু করল। কিছুক্ষণ পর বলল, ‘হ্যাঁ’। শুভ বলল, ‘আরও খাবে? ফ্রিজে আরও মিষ্টি আছে।’ পিপলু বলল, ‘না। বেশি মিষ্টি খাওয়া ভালো না।’ ওদের কথার মাঝেই শুভর মা বারান্দায় চলে এলেন। মিষ্টির প্যাকেট আনায়, ঘরের মেঝেতে মিষ্টির রস পড়েছে। মা কড়া গলায় বললেন, ‘মিষ্টির প্যাকেট বের করে ঘরদোর মাখিয়ে ফেলেছিস দেখি।’ মায়ের গলা শুনে পিপলু দৌড়ে টবের নিচে কোথায় যেন লুকিয়ে পড়ল। যেতে যেতে বলল, ‘আজ আমার জন্মদিন ছিল। এ দিনে মিষ্টি খাওয়ানোর জন্য ধন্যবাদ তোমাকে।’
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
গল্প
পিপলুর মিষ্টি খাওয়া
সাদমান আহনাফ
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর