খোকা যাবে স্কুলে আজ
পড়বে নতুন বই
মজার মজার গল্প পড়বে
সাথে খাবে দই।
ছড়ার পাতায় চোখ বুলিয়ে
অবাক খোকার মন
কী অপরূপ ছবির মতোই
চিরসবুজ বন।
নতুন বইয়ের মধ্যে খোকা
অনেক কিছু শিখে
খোকার মনের যত কথা
আপন মনে লিখে।
বইয়ের পাতায় হরেকরকম
আঁকা দেশের ছবি
সকাল দুপুর পড়বে খোকা
হবে এক দিন কবি।