মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিশ্বকাপ ট্রফি ঘুরে এলো পদ্মা সেতু

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ট্রফি ঘুরে এলো পদ্মা সেতু

পদ্মা সেতু ঘুরে এলো স্বপ্নের বিশ্বকাপের ট্রফি। আসছে ৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরার লড়াই। গতকাল মধ্যরাতে ট্রফিটি ঢাকায় এসে পৌঁছায়। প্রথম দিনই গর্বের পদ্মা সেতুতে নেওয়া হয় ট্রফি। হেলিকপ্টারে ট্রফি নিয়ে যাওয়ার কথা ছিল। সকাল থেকে বৃষ্টি হওয়ায় সেই শিডিউল বাতিল করে কড়া নিরাপত্তায় ট্রফি নিয়ে আসা হয় সড়কপথে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিকালে পদ্মা সেতুর ১ নম্বর পিলারের কাছে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি রাখা হয়। ট্রফি দেখতে ভিড় উপচে পড়েছিল। অনেকে আনন্দ-উল্লাস করে বলছিল, এ ট্রফি এবার বাংলাদেশ জিতবে। বিশ্বকাপ জিতে এ ট্রফি সাকিব-মুশফিকরা নিয়ে আসবেন দেশে। মাওয়া প্রান্তে প্রায় ৪০ মিনিট ট্রফি প্রদর্শন করা হয়। ট্রফিটি কাছ থেকে একনজর দেখতে অপেক্ষায় ছিল পদ্মাপারের মানুষ। পদ্মা সেতুতে প্রদর্শন শেষে বিসিবির কর্মকর্তারা ট্রফি নিয়ে ঢাকায় রওনা হন। আজ দ্বিতীয় দিনে ট্রফি থাকবে মিরপুর শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফি উন্মুক্ত থাকবে জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, বর্তমান ও সাবেক ক্রিকেটার, অফিশিয়াল, সংগঠক ও গণমাধ্যমের জন্য। দেশের সবচেয়ে বড় শপিং সেন্টার পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে আগামীকাল সাধারণ দর্শক ট্রফিটি দেখার সুযোগ পাবে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে ট্রফি থাকবে। আনন্দের বিষয়, দর্শক ট্রফির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারবে। পরিবেশ, নিরাপত্তা সবকিছু গুরুত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বসুন্ধরা সিটি শপিং মলে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে বাংলাদেশ নিয়মিতভাবে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে। বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আগেও ঢাকায় এসেছে। এবারই বাড়তি উন্মাদনা লক্ষ করা যাচ্ছে। অনেকে মনে করছেন, আগে যা-ই ঘটুক না কেন, এবারই বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তাই ট্রফি ঘিরে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

সর্বশেষ খবর