ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, হঠাৎ করে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের শ্রম অধিকার নিয়ে এতটা উচ্চকণ্ঠ হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। তবে পশ্চিমারা বলছে বলেই যে শ্রমিকের অধিকারের বিষয়গুলো ঠিক করতে হবে, বিষয়টা এমন নয়। এটা এমনিতেই আমাদের ঠিক করা উচিত। তাহলে এসব নিয়ে কেউ কথা বলার সুযোগ পাবে না। আমাদের ঘাটতির সুযোগ নিয়ে বাইরের একটা দেশ তাদের স্বার্থ উদ্ধার করবে, এটা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমাদের গার্মেন্ট খাতের অর্জন অনেক। তৈরি পোশাকের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক গ্রিন ফ্যাক্টরির মালিক বাংলাদেশ। ফ্যাক্টরির মালিকরা সচেতন হওয়ায় এটা সম্ভব হয়েছে। এটা না হলে হয়তো গ্রিন ফ্যাক্টরি নিয়েই অন্যরা বিভিন্ন কথা বলত। সুযোগ নেওয়ার চেষ্টা করত। এখানে শ্রম খাতে ঘাটতি আছে তাতে সন্দেহ নেই। সেগুলো আমাদেরই সমাধান করতে হবে। শ্রমিকের ন্যায্য বেতন, নিরাপত্তাসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যাপারে যে ঘাটতিগুলো আছে, সেগুলো সমাধান করা দরকার। তাহলে এ ধরনের কথাবার্তা বলার সুযোগ কেউ পাবে না। ড. ইমতিয়াজ বলেন, শ্রমিকের অধিকারের বিষয়টা সংবিধানেই রয়েছে। বাংলাদেশ সৃষ্টির পেছনে এই কৃষক-শ্রমিকের অনেক ত্যাগ রয়েছে। এখানে তৃতীয় একটা দেশ যারা একাত্তরে আশপাশে ছিল না, শ্রমিক মারা যাচ্ছে, কৃষক মারা যাচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেখানে তারা কোনো কথা বলেনি, আজ হঠাৎ করে শ্রমিকের জন্য তাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে, এই বিষয়টাই হতবাক করার মতো। এজন্য বিষয়টাকে অতটা গুরুত্ব দেওয়ার দরকার আছে বলে মনে করি না, ঘাটতি যেটা আছে সেটা সমাধান করে এগিয়ে থাকাই যথেষ্ট। তবে প্রশ্ন হচ্ছে- তারা (পশ্চিমা বিশ্ব) হঠাৎ কেন এ ধরনের ইস্যু সামনে নিয়ে আসছে? এটা তারা আফ্রিকার ক্ষেত্রেও করেছে। কারণ আফ্রিকা এখন চীনের দিকে ঝুঁকে পড়েছে। আফ্রিকানরা সরাসরি সমালোচনা করছে পশ্চিমা দেশের। ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সামনেই আফ্রিকান নেতারা তাকে বলেছে, ‘তোমরা তো আমাদের শোষণ করেছ।’ এখানেই সমস্যা। আমাদের নেতা-নেত্রীরা অতটা সমালোচনা করেন না। তাই শ্রমনীতির বিষয়টা আমাদের নিয়েই বলেছে এটা মনে করার কারণ নেই। যেহেতু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শ্রমনীতি নিয়ে ব্রিফিংয়ে আমাদের এক শ্রমিকের নাম বলেছেন, এজন্য মানুষ ভাবছে হয়তো আমরাও ঝামেলায় পড়তে যাচ্ছি। আমাদের দুর্বলতার সুযোগ তো তারা নিতেই পারে। কিন্তু, এটাও সত্য যে, আমাদের যে মার্কেট আমেরিকায় তৈরি হয়েছে, এটা কারও দান-খয়রাতে হয়নি। আমরা তাদের যে লাভ দিতে পারছি, সস্তায় ভালো পোশাক দিতে পারছি, তা ভিয়েতনাম, ভারত, তুরস্ক বা শ্রীলঙ্কা দিতে পারছে না। সেই লাভটা তারা কেন হাতছাড়া করবে? এটা হতে পারে শ্রমিকের অধিকার নিয়ে চাপ তৈরি করে আমাদের থেকে আরও কম দামে পোশাক নিতে চাইছে। কেন তারা এ অবস্থান নিয়েছে এ ব্যাপারে ভিতরের খবরটা জানা দরকার। সমস্যা হচ্ছে, আমেরিকার পররাষ্ট্র নীতির প্রক্রিয়াটা অনেক জটিল। আর ওই প্রক্রিয়ার সঙ্গে যদি আমরা যুক্ত থাকতে না পারি, সে ধরনের পেশাদারিত্ব যদি না থাকে, সে ধরনের জ্ঞান যদি না থাকে তাহলে ভিতরের খবর জানা সম্ভব নয়। তাই আমি মনে করি, আমাদের ঘাটতিগুলো দ্রুত সমাধান করা উচিত। শুধু সমাধান নয়, এ ক্ষেত্রে আমাদের এগিয়ে থাকা উচিত, যাতে বাংলাদেশকে রোল মডেল বলতে বাধ্য হয়।
শিরোনাম
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
- সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ
- আবদুল হামিদের দেশত্যাগ: একজন প্রত্যাহার, দু’জন বরখাস্ত
শ্রম খাতের ঘাটতি দূর করতে হবে
ড. ইমতিয়াজ আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম