প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল সফর করবেন নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার মোদির ইসরায়েল পৌঁছার কথা। খবর বিবিসির।
পর্যবেক্ষকরা বলছেন, মোদি ইসরায়েলের পাশ্ববর্তী দেশ ফিলিস্তিন সফর করবেন না। এমনকি ফিলিস্তিনি নেতাদের সঙ্গেও মোদির বৈঠকের কোনো সম্ভাবনা নেই।
সম্প্রতি মোদি ভারত-ইসরায়েলের মধ্যে 'গভীর ও শতাব্দী পুরোনো' সম্পর্ক আছে বলে দাবি করেন। ইসরায়েল সফর নিয়ে গতকাল সোমবার টুইটারে মোদি লিখেছেন, আমার বন্ধু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বিষয়ে আমি মুখিয়ে আছি। নেতানিয়াহু ভারত-ইসরায়েলের মধ্যকার দৃঢ় সম্পর্কের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ।
বিডি প্রতিদিন/৪ জুলাই, ২০১৭/ফারজানা