পোল্যান্ডের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বের করা মিছিলে প্রায় ৬০ হাজার মানুষ অংশ নেয়। মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন রক্ষণশীল শ্বেতাঙ্গ। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করছিলেন। এতে লেখা ছিল 'শুদ্ধ পোল্যান্ড, শ্বেতাঙ্গ পোল্যান্ড,' 'শরণার্থীরা বের হয়ে যাও', 'ইসলামী হোলোকোস্টের (হত্যাযজ্ঞ) জন্য প্রার্থণা', 'ইউরোপে সব শ্বেতাঙ্গ থাকবে নয়তো কেউ এখানে থাকতে পারবে না', ইত্যাদি।
গত দুই দিন ধরে সরকারি কর্মকর্তারা মিছিলে অংশগ্রহণকারীদের দেশপ্রেমী বলে আখ্যা দিয়ে আসছিলেন। ১১ নভেম্বর পোল্যান্ডের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বের করা মিছিলে আনা ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে যে ধরনের বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছিল তার কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে দুদা। তিনি বলেন, 'পোল্যান্ডে অসুস্থ জাতীয়তাবাদ ও অসংবেদনশীলতার কোনো জায়গা নেই।'
প্রথম বিশ্বযুদ্ধের পর স্বাধীনতা পায় পোল্যান্ড। আন্দ্রে দুদা বলেন, কারো বাবা জার্মান, বেলারুশ, রাশিয়ান কিংবা যেখানকারই হোক না কেন, তাতে কিছু যায় আসে না।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৭/ফারজানা