সম্প্রতি বেলোচিস্তানে কোন বিষয়ে সন্ধানের জন্য গণমাধ্যম থেকে শুরু করে সুশীল সমাজের লোকদের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে পাকিস্তান সেনাবাহিনী। তাই মূলধারার গণমাধ্যম সেখানে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের খবর জানাতে পারছে না।
বেলোচিস্তানে মানবাধিকার লঙ্ঘনে পাক সরকারের বিরুদ্ধে জোরালো অভিযোগ করা হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৪৬তম অধিবেশনে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলোচিস্তানের রাজনৈতিক কর্মীরা 'বেলোচিস্তানে মানবাধিকার লঙ্ঘন' বিষয়টি তুলে ধরেন। বেলোচ পিপলস কংগ্রেসের সাধারণ সম্পাদক ওয়াজা সিদ্দিক আজাদ বেলোচিস্তানে মানবাধিকারের সঙ্কটাপন্ন পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, 'কয়েক দশক ধরে মানুষ নিখোঁজ হওয়ার মতো হতাশাজনক ঘটনাগুলো ঘটে আসছে। বেলোচিস্তানে বলপূর্বক নিখোঁজ হওয়ার মামলা পরিচালনার ক্ষেত্রে অন্ধকার রেকর্ডের জন্য পাকিস্তানকে কয়েক বছর ধরে নিন্দা জানিয়ে আসছে পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইচআরসিপি)।'
তিনি আরও বলেন, 'পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আর গোপন নেই। এটি সবাই জানে যে, বেলোচিস্তানে সবচেয়ে খারাপভাবে মানবাধিকার লঙ্ঘন করছে পাকিস্তান সেনাবাহিনী। ২০১৯ সালের আগস্টে হিউম্যান রাইটস কাউন্সিল অব পাকিস্তানের (এইচআরসিপি) সদস্যরা শোক প্রকাশ করে বলেছেন যে, পাকিস্তান সরকার বেলোচিস্তানকে সবসময় সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করে আসছে; সত্য যেখানে দিনের আলো দেখতে পায় না।'
বিডি প্রতিদিন/ অন্তরা কবির