ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইয়েমেনে যে-কোনো শান্তি পরিকল্পনাকে সমর্থন ও সহায়তা দেবে। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, ইয়েমেনে সৌদি জোটের সামরিক আগ্রাসনের সপ্তম বর্ষে দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে আরও এসেছে আগ্রাসন বন্ধ, যুদ্ধ বিরতি, দখলদারিত্বের অবসান, অর্থনৈতিক অবরোধ তুলে নেয়া, রাজনৈতিক সংলাপ শুরু করাসহ ইয়েমেনিদের হাতে তাদের দেশের ভবিষ্যত নির্ধারণের সিদ্ধান্ত নেয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার যে-কোনো পরিকল্পনাকে সমর্থন ও সহায়তা দেবে ইরান।
সেইসঙ্গে ইয়েমেনের নিরীহ মানুষের ওপর এই জঘন্য অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে। এ পর্যন্ত চব্বিশ লক্ষ নিরীহ ইয়েমেনিকে সৌদি জোটের অবরোধ ও সামরিক হামলার টার্গেট করা হয়েছে। এখনও প্রতিদিনই অসংখ্য মানুষ বোমা হামলায়, ক্ষুধায়, রোগ-ব্যাধিতে, ওষুধের অভাবে কিংবা মেডিকেল সেন্টারগুলোতে জ্বালানির অভাবে প্রাণ হারাচ্ছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এমনকি অস্ত্র ও রাজনৈতিকভাবে এই অমানবিক হামলাকে যারা সমর্থন দিচ্ছে তাদের পরিসংখ্যানেও অপরাধের চিত্র ফুটে উঠেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনে এমনসব অপরাধ ও জুলুম-নির্যাতন চালানো হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ স্বাধীনতাকামী সকলের উচিত সেসব অপরাধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি জোটের আগ্রাসনে সশস্ত্র সহায়তা বন্ধের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তাদেরকে অস্ত্র দেওয়াসহ সেসব অস্ত্র ব্যবহারে কারিগরি সহায়তাও দেওয়া হচ্ছে। কোনো কোনো দেশের সামরিক বিশেষজ্ঞরা ইয়েমেনের নিরীহ মানুষের ওপর অমানবিক আগ্রাসন ও গণহত্যায় সৌদি জোটকে সেবা দিয়ে যাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত