মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

বরিশালের উন্নয়নে কেমন বাজেট চাই

আসছে ২০২১-২২ অর্থবছরের বাজেট। চলছে নানা বিশ্লেষণ। ভোলার গ্যাস বরিশালে সরবরাহ, বরিশাল-ভোলা রুটে সেতু নির্মাণ, মিরগঞ্জের আড়িয়াল খাঁ নদ ও বানারীপাড়ার সন্ধ্যা নদীতে সেতু নির্মাণ, ফোর লেন ও রেললাইনের দৃশ্যমান অগ্রগতি, নদী ভাঙন রোধ ও নাব্য রক্ষা, পায়রা বন্দরের কার্যক্রম বেগবান, বন্দর ঘিরে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, বরিশালে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন, বিশেষায়িত কলেরা হাসপাতাল নির্মাণ, আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন এবং কুয়াকাটা ঘিরে পর্যটনের উন্নয়নে আগামী বাজেটে বরাদ্দের ন্যায্য হিস্সার দাবি উঠেছে। বরিশালের বিশিষ্টজনদের সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক -রাহাত খান

 

সার্বিক উন্নয়ন প্রতিফলিত হয় এমন বাজেট চাই

 

ভ্যাট ও আয়কর রেয়াতে দিকনির্দেশনা প্রয়োজন

 

তিন থেকে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা দরকার

 

সর্বশেষ খবর