বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু বলেছেন, করোনায় ব্যবসায়ীরা নিঃস্ব হতে চলেছেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারা করোনায় পথে বসেছেন। তাদের এসএমই ঋণের সুদ মওকুফ করতে হবে। নতুন করে এসএমই ঋণ দিতে হবে। ব্যবসা-বাণিজ্য ও উদ্যোক্তাদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারকে প্রণোদনা দিতে হবে। আসন্ন বাজেটে এসব বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনাসহ প্রয়োজনীয় বরাদ্দ দাবি করেন বরিশালের শীর্ষ ব্যবসায়ী নেতা রিন্টু।
তিনি বলেন, বড় বড় শিল্পও লকডাউনে ক্ষতিগ্রস্ত। জাহাজ নির্মাণ, ওষুধ, সিমেন্ট, ইলেকট্রিকসহ সব শিল্প বাঁচিয়ে রাখতে শিল্পমালিকদের ভ্যাট ও আয়কর রেয়াত দিতে বাজেটে দিকনির্দেশনা দাবি করেন তিনি। বরিশালের অন্যতম নেভিগেশন ব্যবসায়ী রিন্টু বলেন, পায়রা বন্দরের সুবিধা কাজে লাগাতে বন্দরকেন্দ্রিক একটি শিল্প জোন করতে হবে। দক্ষিণাঞ্চলে স্বল্প খরচে পণ্য পরিবহন অব্যাহত রাখতে নদীপথ খনন করে সচল রাখতে হবে। নদী ভাঙন রোধেও সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বরিশাল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শিল্পোদ্যোক্তা রিন্টু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালে এক সমাবেশে ভোলার গ্যাস বরিশালে সরবরাহ, বরিশাল-ভোলা নৌপথে সেতু নির্মাণ, বরগুনার পাথরঘাটায় জাহাজভাঙা শিল্প স্থাপন, ভাঙ্গা থেকে পায়রা ও কুয়াকাটা পর্যন্ত ফোর লেন এবং রেললাইন নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু গত তিন বছরেও এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি নেই। আসন্ন বাজেটে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতির জন্য বিশেষ বরাদ্দ প্রয়োজন বলে মনে করেন তিনি। বরিশাল মহানগরে একটি বাইপাস সড়ক নির্মাণ, স্বরূপকাঠির পেয়ারাবাগান, ভাসমান হাট, উজিরপুরের সাতলার শাপলা বিল ও দুর্গাসাগর ঘিরে পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা, সড়ক নেটওয়ার্ক আরও বাড়াতে বানারীপাড়ার সন্ধ্যা নদী এবং বরিশাল-মুলাদী সড়কের আড়িয়াল খাঁ নদের ওপর সেতু নির্মাণে নতুন বাজেটে বরাদ্দ এখন জনদাবিতে পরিণত হয়েছে বলে মনে করেন রিন্টু। ১০ বছর আগে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট চরমে। মেধা বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সুবিধা বাড়ানো এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি করেন বরিশাল চেম্বার সভাপতি। তিনি আরও বলেন, প্রভাবশারী মন্ত্রী, এমপি ও নেতারা তাদের নিজ নিজ এলাকায় বাজেটের বেশির ভাগ উন্নয়ন বরাদ্দ নিয়ে যান। এ কারণে অনেক অঞ্চল উন্নয়নে পিছিয়ে পড়েছে। যার মধ্যে বরিশাল অন্যতম। সুষম উন্নয়নের জন্য আসন্ন বাজেটে আঞ্চলিক বরাদ্দ দাবি করেন বরিশালের অন্যতম শিল্পোদ্যোক্তা সাইদুর রহমান রিন্টু।