বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। গতকাল সকালে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, পিআর পদ্ধতি, রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার এবং দ্বিপক্ষীয় বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন মিস জিন-হি বেক। জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রমুখ।
মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, রাষ্ট্রদূত বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির প্রশংসা করেছেন। বলেছেন, বাংলাদেশ সম্ভাবনাময় অর্থনীতির দেশ। তবে টেকসই উন্নয়নের জন্য আরও কাজ করার সুযোগ রয়েছে। তিনি তৈরি পোশাক খাতের সম্ভাবনা ও শুল্ক সমস্যা সমাধানে আশাবাদ ব্যক্ত করেন। জামায়াত আমির বলেন, ‘আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে সুষ্ঠু ও গণতান্ত্রিক দেশ গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি সম্ভব হলে দেশকে দুর্নীতিমুক্ত, টেকসই অর্থনীতির দিকে নিয়ে যেতে পারি।’ নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে জানতে চেয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। এ ব্যাপারে জামায়াত আমির বলেন, আগামী রমজানের আগে জাতীয় নির্বাচনের প্রস্তাব জামায়াতে ইসলামীই প্রথম দিয়েছে। বাংলাদেশের বেশির ভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী বেশির ভাগ দলই পিআর পদ্ধতিতে ভোটকে সমর্থন করেছে। কালো টাকা, পেশিশক্তির ব্যবহার ও মনোনয়ন বাণিজ্য থেকে রক্ষা করে মানসম্পন্ন পার্লামেন্ট উপহার দিতে গেলে এবং প্রত্যেকটি ভোটারের ভোটাধিকারকে মূল্যায়ন করতে হলে পিআর পদ্ধতির নির্বাচন গুরুত্বপূর্ণ।