প্রতিবন্ধীদের পুনর্বাসন ও সারাদেশে নৈরাজ্যবাদীদের প্রতিহত করার দাবিতে সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমমনা জোটের শীর্ষ নেতা এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এসময় জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আরাফাত