ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বন্ধ থাকা ফেরি চলাচল সাড়ে তিনঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। এর আগে নৌ-দুর্ঘটনা এড়াতে রবিবার সকাল ছয়টা থেকে সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এতে ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় আটকে পড়ে তিন শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। আর দুর্ভোগে পড়ে হাজারো যাত্রী ও শ্রমিকরা।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে যাওয়ায় আবারো পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। উভয় পাড়ে কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব