সরকার আগামী শিক্ষাবর্ষের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূলের বই দিতে পারবে বলে জানিয়েছে নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি একথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিসিএস শিক্ষকদের টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের বিকল্প প্রস্তুত করা হচ্ছে। চূড়ান্ত হলে জানতে পারবেন।’
এদিকে, স্বচ্ছতা নিশ্চিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয়ের বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব