মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে দেওয়া বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার না করলে আগামী স্বাধীনতা দিবসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে শিল্পকলায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার ওই বক্তব্যের প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচনা সভার আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে যে বক্তব্য দিয়েছেন- তাতে তার পাকিস্তান প্রীতি প্রকাশ পেয়েছে। পাকিস্তান বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যে প্রশ্ন তুলেছে, তা দৃঢ় করতেই খালেদা জিয়া এমন কথা বলেছেন। এর পেছনে তার সূক্ষ হিসাব আছে।
সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সংবিধানে স্পষ্ট লেখা আছে- ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। খালেদা জিয়াকে বক্তব্য প্রত্যাহার করার আহ্বান করছি। তা না হলে খালেদার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়বে।’
আয়োজক সংগঠনের সহ-সভাপতি এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আখতারুজ্জামান, আওয়ামী লীগ নেতা এমএ করিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৫/মাহবুব