সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলায় ইসলামিক স্টেট অাইএস'র ১০ সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তি রয়েছে। তার নাম সাইফুল হক সুজন। তিনি যুক্তরাজ্যে কম্পিউটার প্রকৌশলে পড়াশোনা করেছেন। খবর বিবিসি
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে একথা জানানো হয়। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন মঙ্গলবার জানান, গত ১০ ডিসেম্বর সিরিয়ার রাকা প্রদেশের কাছে বিমান হামলায় সাইফুলের মৃত্যু হয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই বাংলাদেশির ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে পারেননি ওই মার্কিন সেনা কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৫/শরীফ