সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নারী ক্ষমতায়নের মডেল বাংলাদেশ : চুমকি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নারী ক্ষমতায়নের মডেল। নারীর উন্নয়ন বিষয়ে সরকার বদ্ধপরিকর। বর্তমানে দেশের প্রায় দুই কোটি নারীকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও কার্যক্রমে যুক্ত করার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে সেলাই থেকে শুরু করে ড্রাইভিংসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দিতে ২৫০ কোটি টাকার প্রকল্প একনেকে পাস হয়েছে। গতকাল নারী দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা’।  প্রতিমন্ত্রী আরও বলেন, নারীকে পরিবার থেকে সম্মান জানানো হলে সমাজ ও রাষ্ট্রকেও তা প্রভাবিত করবে। কিন্তু  বাংলাদেশে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শুধু সরকার নয়, নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর