শিরোনাম
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
উপাচার্য প্যানেল নির্বাচন দাবি

জাবিতে শিক্ষকদের ২ ঘণ্টার অবরোধ জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কয়েকজন শিক্ষককে উপাচার্যপন্থীদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে এবং উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষকদের একাংশ। গতকাল ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর ব্যানারে বেলা ১১টায় থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন সাবেক উপাচার্য ও সিনেট সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির। অবরোধ কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ প্রমুখ। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অসিত বরণ পাল, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, সিনেট সদস্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এস এম বদিয়ার রহমান, মীর মোশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শফি মোহাম্মদ তারেক, শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কবিরুল বাশার, বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ হোসনে আরাসহ বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষক অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর