বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রাম চিড়িয়াখানার ওয়েবসাইট চালু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম চিড়িয়াখানায় চালু করা হলো অফিশিয়াল ওয়েবসাইট। গতকাল পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছে। দুপুর থেকে (chittagongzoo.gov.bd) ঠিকানায় এই ওয়েবসাইট দেখতে পাওয়া যায়। ওয়েবসাইটে চিড়িয়াখানার ইতিহাস, প্রাণীদের অবস্থান, বিবরণ, পরিসংখ্যান ও ইতিহাস, ছবি ও ভিডিও গ্যালারি, প্রাণীর স্থানীয় ও আন্তর্জাতিক পরিচয় এবং অবস্থান, প্রাণী দাতাদের নাম, যোগাযোগ, দাফতরিক নোটিসসহ প্রয়োজনীয় সব তথ্য দেওয়া থাকবে। তাছাড়া, চিড়িয়াখানার নামে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হবে। যার মাধ্যমে যে কেউ চাইলেই চিড়িয়াখানার সমস্যা-সম্ভাবনা সম্পর্কে জানাতে পারবেন।

চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মহাম্মদ রুহুল আমিন বলেন, ‘প্রাথমিকভাবে বর্তমানের কিছু তথ্য ও চিত্র নিয়ে ওয়েবসাইটটি চালু করা হয়েছে। অন্যান্য কারিগরি প্রস্তুতিও প্রায় শেষ। ফলে খুব শিগগির ওয়েবসাইটটির পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। ওয়েবসাইটে চিড়িয়াখানার সব ধরনের তথ্য-উপাত্ত, প্রাণীদের পৃথক প্রোফাইল, ছবি, ভিডিও থাকবে।

সর্বশেষ খবর