সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মোবাইল ফোনে ম্যালওয়্যার তালিকার শীর্ষে বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

সাইবার নিরাপত্তায় বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশগুলোর সূচকে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। এর মধ্যে মোবাইল ফোনে ম্যালওয়্যার উপস্থিতির হিসাবে বাংলাদেশ রয়েছে শীর্ষে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কমপারিটেক তাদের গবেষণা প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের মোট মোবাইলের ৩৫ দশমিক ৯১ ও কমপিউটারের ১৯ দশমিক ৭ শতাংশ ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামে আক্রান্ত। সম্প্রতি বিশ্বের ৬০ দেশের সাইবার নিরাপত্তা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে কমপারিটেক। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৬০টি দেশের মধ্যে বাজে সাইবার নিরাপত্তার দিক থেকে বাংলাদেশের অবস্থান ছয় নম্বরে। এর মধ্যে দেশের আর্থিক খাতে আক্রমণ ১ দশমিক ৩ শতাংশ, আইওটি বা টেলনেট ক্ষেত্রে আক্রমণ দশমিক ৩৮ শতাংশ, ক্রিপটোমাইনারসের আক্রমণ ৩ দশমিক ৩১ শতাংশ।

সর্বশেষ খবর