করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া সব পদক্ষেপ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে করোনার প্রথম ঢেউ যেভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে তেমনি স্বাস্থ্যবিধি মেনে চললে চলমান এবং পরবর্তী ঢেউও মোকাবিলা করা সম্ভব হবে। গতকাল বিকালে ভোলা সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রাণকেন্দ্র পরাণগঞ্জ বাজারে আয়োজিত এক ঘরোয়া বৈঠকে ঢাকা থেকে টেলিকনফারেন্সে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় তিনি করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সবাইকে লকডাউন সফল করার আহ্বান জানিয়েছেন। ভোলার গ্রামাঞ্চলে বিশেষ করে গ্রামীণ হাটবাজারগুলোতে লকডাউন সফল করার উদ্দেশ্যে স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল কলেজ মাদরাসার শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্যদের নিয়ে ওই ঘরোয়া বৈঠকের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সতর্ককরণ সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, পরাণগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, পরাণগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন শাহীন প্রমুখ। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বৈঠকে সমাজের বিভিন্ন সেক্টরের ২৫ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। কাচিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত ওই বৈঠকে পশ্চিম ইলিশা, পূর্ব ইলিশা, বাপ্তা, কাচিয়া ও ধনিয়া ইউনিয়নের হাটবাজারগুলোতে লকডাউন সফল করার জন্য প্রচার-প্রচারণা জোরদার করাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া