করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া সব পদক্ষেপ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে করোনার প্রথম ঢেউ যেভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে তেমনি স্বাস্থ্যবিধি মেনে চললে চলমান এবং পরবর্তী ঢেউও মোকাবিলা করা সম্ভব হবে। গতকাল বিকালে ভোলা সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রাণকেন্দ্র পরাণগঞ্জ বাজারে আয়োজিত এক ঘরোয়া বৈঠকে ঢাকা থেকে টেলিকনফারেন্সে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় তিনি করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সবাইকে লকডাউন সফল করার আহ্বান জানিয়েছেন। ভোলার গ্রামাঞ্চলে বিশেষ করে গ্রামীণ হাটবাজারগুলোতে লকডাউন সফল করার উদ্দেশ্যে স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল কলেজ মাদরাসার শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্যদের নিয়ে ওই ঘরোয়া বৈঠকের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সতর্ককরণ সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, পরাণগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, পরাণগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন শাহীন প্রমুখ। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বৈঠকে সমাজের বিভিন্ন সেক্টরের ২৫ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। কাচিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত ওই বৈঠকে পশ্চিম ইলিশা, পূর্ব ইলিশা, বাপ্তা, কাচিয়া ও ধনিয়া ইউনিয়নের হাটবাজারগুলোতে লকডাউন সফল করার জন্য প্রচার-প্রচারণা জোরদার করাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর সব পদক্ষেপ আন্তর্জাতিকভাবে প্রশংসিত : তোফায়েল
ভোলা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর