হাজার শয্যার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হয়েছে দেড় হাজারের ওপর। এর মধ্যে আড়াই শ শয্যার করোনা ওয়ার্ডে গতকাল দুপুর পর্যন্ত রোগী ভর্তি ছিল ২৪৪ জন। রোগী ও স্বজনদের চাপে দম বন্ধ অবস্থা। এ অবস্থায় বিভাগের ৬ জেলার জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরি ও জটিল রোগী ছাড়া অন্য রোগীদের বিভাগীয় সদরের শেরেবাংলা মেডিকেলে না পাঠাতে চিঠি দেওয়া হয়েছে। গত সপ্তাহের শেষদিকে এ চিঠি প্রেরণ করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, বরিশাল বিভাগে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। চলতি জুলাই মাসে করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। করোনা আক্রান্ত ও উপসর্গ রোগী বাড়ছে। এ কারণে মেডিকেল কর্তৃপক্ষ ছোটখাটো কাটাছেঁড়া-জখম, সর্দি কাশি ও জ্বর আক্রান্ত রোগী না পাঠাতে লিখিতভাবে অনুরোধ করেছিল। এর পরিপ্রেক্ষিতে যেসব রোগীকে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব তাদের অতি জরুরি ছাড়া শেরেবাংলা মেডিকেলে না পাঠাতে ৬ জেলা সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, বর্তমানে গড়ে প্রতিদিন দেড় সহস্রাধিক রোগী ভর্তি থাকছে। প্রতিদিন ৩ থেকে ৪০০ রোগী ভর্তি হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে প্রায় আড়াই শ রোগী। বহির্বিভাগে গড়ে আড়াই হাজার রোগীর সেবা দেওয়া হয় প্রতিদিন। পরিচালক বলেন, অধিকাংশ রোগীকে জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব। তারপরও তাদের বিভাগীয় সদরে ঠেলে দেওয়া হচ্ছে। এতে শেরেবাংলা মেডিকেলে করোনা ও জটিল রোগীর চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।
শিরোনাম
- সীমান্তে ‘ভূতের আওয়াজ’ বাজিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড, জাতিসংঘে কম্বোডিয়ার অভিযোগ
- আমরণ অনশন ও সমাবেশ : শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
- ইয়েমেনে জাতিসংঘের ২০ কর্মীকে আটক করলো হুথি বিদ্রোহীরা
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ শিরোপা জিতলো মরক্কো
- ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- যুদ্ধবিরতির মধ্যে এবার গাজায় ইসরায়েলের দুই সেনা নিহত
- আজ যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
- আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির মতবিনিময় আজ
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের চিঠি
জরুরি ও জটিল ছাড়া শেবাচিমে রোগী প্রেরণে মানা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর