রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নাঙ্গলকোটে সিলিন্ডার বিস্ফোরণে চোখ গেল শিশু নাহিমের

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আবদুল্লাহ আল নাহিমের (১২) একটি চোখ নষ্ট হয়ে গেছে। গতকাল সন্ধ্যায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে বিষয়টি নিশ্চিত করেছেন নাহিমের মামা মোবারক হোসেন মাসুদ।

মাসুদ জানান, সিলিন্ডার বিস্ফোরণের সময় নাহিমের ডান চোখে দুটি ছোট ইটের টুকরো ঢুকে চোখটি নষ্ট করে দেয়। শুক্রবার বিকালে চিকিৎসকরা অপারেশন করে নষ্ট হওয়া চোখটি তুলে ফেলেন। আবদুল্লাহ আল নাহিম নাঙ্গলকোট উপজেলার বিরুলী গ্রামের বাসিন্দা আবদুল হালিমের ছেলে। নাহিম স্থানীয় তুলাতলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দুই বোন এক ভাইয়ের মধ্যে নাহিম মেজো। নাহিমের মা বলেন, ‘বৃহস্পতিবার বিকালে ঘরে বসে ছিলাম। আসরের নামাজের পরে দেখি রক্তমাখা শার্ট নিয়ে নাহিম ঘরে আসে। তার ডান চোখ নষ্ট হয়ে গেছে। ছেলে বেঁচে আছে এটাই খুশির খবর।’

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, বিস্ফোরণের সময় নাহিমের চোখে দুটি পাথরের টুকরা আঘাত করে। এতে নাহিমের ডান চোখটি নষ্ট হয়ে যায়। আমরা অপারেশন করে নাহিমের অকেজো চোখটি তুলে ফেলেছি। তবে নাহিম সুস্থ আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর