বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে সাক্ষরিত সব গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং চুক্তিগুলো বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। গতকাল বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এই দাবি জানান। সম্প্রতি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কর্তৃক শীর্ষ সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখা এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা প্রদানের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে প্রচ্ছন্নভাবে যুদ্ধের হুমকি দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী প্রমুখ।
মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, আমরা কারও সঙ্গে শত্রুতা চাই না, সবার সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু ভারত যদি আগ বাড়িয়ে আমাদের ওপর আক্রমণ করতে চায় তাহলে এদেশের আঠারো কোটি মানুষ জীবনের বিনিময়ে হলেও তা প্রতিহত করবে। মাওলানা হামিদী বলেন, ভারত এখনো সীমান্ত হত্যা বন্ধ করেনি। প্রয়োজনের সময় পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে আর বর্ষাকালে বন্যার পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারে। বন্ধুরুপী শত্রুর বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে সোচ্চার থাকতে হবে। মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, ভারত বাংলাদেশের বন্ধুরুপী শত্রু। তারা এখনো সীমান্তে বাংলাদেশিদের হত্যা করছে। এখনই সময় ভারতের বিরুদ্ধে পাল্টা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার।