আগামী ছয় মাসের জন্য সর্ব ইউরোপিয়ান হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যকরী সংসদ।
সংগঠনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল ও নির্বাহী সচিব মোহাম্মাদ সুহানুর আলী মিরাজ সাক্ষরিত কমিটিতে আহবায়ক করা হয়েছে মোঃছালাহ উদ্দিন (স্পেন) কে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক মোঃআলিম উদ্দিন সুমন (ফ্রান্স), যুগ্ম আহবায়ক আরিফ হোসেন সুমন (সুইডেন), যুগ্ম আহবায়ক মোঃইসমাইল হোসাইন রায়হান (স্পেন), যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ রাজু (ইতালি), যুগ্ম আহবায়ক কামরুল আলম (বেলজিয়াম), যুগ্ম আহবায়ক মোঃবাবুল আহমেদ (স্পেন), যুগ্ম আহবায়ক আজাদ আহমদ (ফ্রান্স), যুগ্ম আহবায়ক শিপলু আহমদ (পর্তুগাল)।
সম্মানিত সদস্যবৃন্দরা হলেন, শাহান আহমেদ চৌধুরী (স্পেন), জাকির হোসেন (পর্তুগাল), আব্দুল মুকিত (স্পেন), জইন উদ্দিন (বেলজিয়াম), লিমন আহমদ বিজয় (স্পেন), সাজু আহমদ (ইতালি), হাবিবুর রহমান (ফ্রান্স), ফয়েজ আহমদ (ইতালি), মোস্তফা কামাল মুন্না (পর্তুগাল) ও আরিফ আহমেদ। (স্পেন)
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর