২৪ মে, ২০১৯ ১০:৪১

ইতালি বাংলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

আরিফুল হক, ইতালি প্রতিনিধি

ইতালি বাংলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

ইতালির রোমে প্রতি বছরের ন্যায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইতালি বাংলা প্রেসক্লাব। অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও হেড অব চেঞ্চারী সিকদার মো. আশরাফুর রহমান। 

ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন, সাধারন সম্পাদক রিয়াজ হোসেন, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জমির হোসেন আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামান, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, ইতালি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সালাম, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, জামান মোক্তার, বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা আব্দুর রশিদ, জাসদ (আম্বিয়ার) আন্তজার্তিক সম্পাদক অ্যাডভোকেট আনিসুজ্জামান, ইতালি যুব লীগের সহ-সভাপতি মেহেদী হাসান, দফতর সম্পাদক সোহেল বক্সী, ইতালি যুব দলের সভাপতি মাহামুদুল হাসান, বাংলাদেশ বাংকার সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন, বৃহত্তর চট্রগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হক রিকন, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি স্বপন হাওলাদার, মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, সাধারণ সম্পাদক সৈয়দা শামীমাজ্জামান রুনা, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, টাঙ্গাইল জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি এম কে রহমান লিটন, একতা ব্যবসায়ী সমিতির সভাপতি এম. এমারত হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির সাধারণ সম্পাদক সুমন মিয়া, সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি আশরাফুল হক, লাভান্দারিয়া সমিতির সভাপতি শাহ শাখাওয়াত। এ ছাড়াও ইতালি আওয়ামী লীগ, ইতালি বিএনপি, যুব লীগ, রোম মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, প্রচার সম্পাদক তারেক হাসান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা ইসলাম, মহিলা সম্পাদকি ফাহিমা হোসেন হেনা, সদস্য আরিফুল হক, অ্যাডভোকেট আনিসুজ্জামান ও সাংবাদিক শাহীন খলিল কাওসারসহ আরও অনেকে। 

দোয়ায় মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মসজিদ এ রোম এর খতিব মাওলানা মিজানুর রহমান। ইফতার পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বলেন- এমন সুন্দর আয়োজন মনে হয় বাংলাদেশে ইফতার করছি। এমন সুন্দর আয়োজনে ইতালি বাংলা প্রেস ক্লাবকে ধন্যবাদ দিতেই হয়।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর